শায়লা রহমান তিথি
শায়লা রহমান তিথি প্রকাশক, সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও লেখক। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখির পাশাপাশি তিনি ছোটদের মাসিক সাহিত্য ম্যাগাজিন ‘ঝুমঝুমি’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঝুমঝুমি প্রকাশন-এর প্রকাশক হিসেবেও দায়িত্বরত আছেন। কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু করেন। কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনায় তিনি সময় ব্যয় করে থাকেন। তার লিখিত বইয়ের সংখ্যা ১৬টি। তিনি তরুণ ও আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি অনুদানে শিশু ও তরুণদের জন্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। বাংলাদেশের বিখ্যাত শিশু সংগঠন ‘খেলাঘর’-এর সাথে তিনি যুক্ত ছিলেন। শায়লা রহমান তিথি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ: যুদ্ধজয়ের কিশোর নায়ক (২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র), বাংলা বৃক্ষ - স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (২০২৩), ঝড়া পাতার চিঠি - স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (২০২৫)।
শায়লা রহমান তিথি এর বই