Albert Einstein
অ্যালবার্ট আইনস্টাইন একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। ১৮৭৯ সালের ১৪ মার্চ জামার্নীর উল্ম শহরে জন্মগ্রহণ করেন। তিনি আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র (E = mc2) আবিষ্কারের জন্য বিখ্যাত। ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯৫৫ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : Relativity: The Special And The General Theory, Ideas And Opinions, The Principle of Relativity, আপেক্ষিকতা নীতি, যুদ্ধ কেনো ?, সমাজতন্ত্র কেনো ? ইত্যাদি।