প্রফেসর ড. এম. শমসের আলী
মুহাম্মাদ শমশের আলী হলেন বাংলাদেশের একজন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য। তিনি ১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরে জন্মগ্রহণ করেন। পিতা আমীর আলী এবং মাতা রহিমা খাতুন। যশোর জিলা স্কুল থেকে তিনি ১৯৫৪ সালে ম্যাট্টিক, ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে আই.এস.সি. পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৫৯ সালে অনার্স এবং ১৯৬০ সালে এম.এস.সি. ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি সম্পূর্ণ করেন এবং ১৯৬৫ সালে ম্যানচেস্টার থেকেই থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। গ্রন্থসমূহ : বিজ্ঞান সুফি দর্শন ও রুমী, আলাদিনের সত্যিকারের আশ্চর্য প্রদীপ: বিজ্ঞান ও প্রযুক্তি, আধুনিক বিজ্ঞানের আলোকে সূরা ইয়াসিনের গুরুত্ব ইত্যাদি।