True

আমাদের কথা

বাংলাদেশে বইয়ের সাম্রাজ্য  ‘ বাতিঘর


বাংলাদেশের তিনটি প্রধান জেলা ঢাকা , চট্টগ্রাম সিলেটে পড়ুয়াদের জন্য বইয়ের স্বর্গসম বুকশপ বাতিঘর। যাত্রারম্ভ ২০০৫ সালে , চট্টগ্রামের চেরাগি মোড়ের ১০০ বর্গফুটের একটি ছোট্ট দোকানে। শিল্পী - সাহিত্যিকদের আড্ডার প্রিয় স্থানটিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল গ্রন্থবিপণিটি। সাত বছরের মাথায় নতুন ঠিকানা হয় চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায়। জাহাজের আদলে দু হাজার বর্গফুটের সুবিশাল বইবিপণিটির নকশা করেন শিল্পী শাহীনূর রহমান। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই পাঠককে আমন্ত্রণ জানায় মোলায়েম , হলদে আলো। কাঠের পাটাতন দেওয়া মেঝে , জাহাজের মতো বৃত্তাকার জানালা আর জাহাজের মতো ঝুলন্ত দড়ি দেখে পাঠকের মনে হতে পারে তিনি আচম্বিতে পৌঁছে গেছেন প্রাচীন কোনো জাহাজে , যে জাহাজটিকে কানায় কানায় পূর্ণ করে রেখেছে বিচিত্র রকমের ; কাছে - পিঠের , দূর - দেশের লেখকদের সাহিত্যকর্ম।    

Odoo • Text and Image
Clarico-Image-Text


বাতিঘরের দ্বিতীয় শাখার উদ্বোধন হয় ঢাকায় , ২০১৭ সালে।

এবারে শাহীনূর রহমানের নকশায় বাংলা মোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের সাত তলায় তৈরি হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস স্থাপত্যশিল্পের একটি মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। স্টেজটি তৈরি হয় পরিবিবির মাজারের আদলে ; কাউন্টারটি দেখতে হয় ঠিক দেওয়ান - - আমের মতো ; কাউন্টারের পাশেই দাঁড়িয়ে থাকে লালবাগ কেল্লার দক্ষিণ প্রবেশপথ ; হাতির পিঠে রাজা - রাজড়ার ব্যবহৃত ছত্রির মতো করে বানানো হয় বই রাখার স্থান। পুরো গ্রন্থবিপনির দেয়ালে আঁকা হয় তাজমহলের গায়ে শোভা পাওয়া মোটিফের মতো সূক্ষ্ম , রঙিন নকশা। বইপড়ুয়া , কবি - সাহিত্যিক , শিল্পীদের আসা - যাওয়ায় নিত্য মুখরিত হয় বাতিঘর ঢাকা।

বাতিঘর সিলেটের নকশাও যথারীতি শিল্পী শাহীনূর রহমানের করা। চা - বাগানে ঘেরা সতেজ - সবুজ সিলেটের ইতিহাস - ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয় বাতিঘর সিলেট। সুরমা নদীর লৌহসেতু ক্বীন ব্রীজ , আলী আমজদের ঘড়ির রেপ্লিকা , চা - পাতা সংগ্রহের ঝুড়ি মিলিয়ে অভিনব , মনোমুগ্ধকর নকশায় সজ্জিত বাতিঘর সিলেটের যাত্রা শুরু ২০১৯ সালে।

Clarico-Text-Image

বিপণি  ছাড়াও  বাতিঘর  ঢাকা চট্টগ্রাম  ও  সিলেটের  ফেসবুক  পেইজের  মাধ্যমে  সারা দেশ  থেকে  বই  কেনেন  পড়ুয়ারা।

আর  ধীরে  ধীরে  বাড়ছে  বাংলা  ভাষাভাষী  বিদেশি  ক্রেতার  সংখ্যাও।  প্রকাশক  হিসেবেও  এরই  মধ্যে  বেশ  পাঠকপ্রিয়  হয়ে  উঠেছে  বাতিঘর।  সমসাময়িক  কবি - সাহিত্যিকদের  বই , ভিন্ন ভাষা  থেকে  অনূদিত  বইয়ের  পাশাপাশি  ধ্রুপদী  ও  দুষ্প্রাপ্য  সাহিত্যের  মানসম্মত  সংস্করণ  প্রকাশ  করছে  বাতিঘর।  ওয়েবসাইট baatighar.com  বাতিঘরের সম্প্রতি সংযোজন।  


বাতিঘরের  সবগুলো  শাখাতেই  আছে  বাংলা - ইংরেজি  দু ভাষার বইয়ের বিপুল সংগ্রহ। কথাসাহিত্য গল্প - প্রবন্ধ - কবিতা , শিল্প - দর্শন - ইতিহাস - রাজনীতি মনোবিজ্ঞান নাট্যতত্ত্ব স্থাপত্যশিল্পসহ বিবিধ বিষয়ের বইয়ের সম্ভার আছে ছেলেবুড়ো সবার জন্য। সব রুচির পাঠকের জন্যই আছে কোনো না কোনো বই। প্রতিটি শাখায় ছোটদের জন্য রয়েছে আলাদা শিশুকিশোর কর্নার। গল্প রহস্য বিজ্ঞান ছবির বই ভূতের বই গোয়েন্দা বই কমিকস নিয়ে ক্ষুদে পাঠকদের উচ্ছ্বাস ভবিষ্যতের পাঠকপ্রজন্ম নিয়ে আশার সঞ্চার করে। প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাশের ইচ্ছে দেশের সব বিভাগে এবং পর্যায়ক্রমে জেলা পর্যায়ে গ্রন্থবিপণিটির শাখা চালু করার। নিশ্চয়ই পাঠক লেখক শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় পুরো বিশ্বে পৌঁছে যাবে  ‘ বাতিঘর ’  নামের বইয়ের সাম্রাজ্যটির দীপ্তি।