সৌমিত্র চক্রবর্তী
সৌমিত্র চক্রবর্তীর জন্ম ১লা জানুয়ারি ১৯৮৭, রাজশাহীতে। বাবা ডা. দুলাল কুমার চক্রবর্তী এবং মা সরস্বতী বাণী রায়। সৌমিত্র বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে রেসিডেন্ট হিসেবে কর্মরত। তার অন্যান্য পরিচয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর, জীববিজ্ঞান অলিম্পিয়াড (কেন্দ্রীয়) কমিটির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুলের উদ্যোক্তা। একই সাথে তিনি গণিত ও বিজ্ঞান বিষয়ে নিয়মিত লেখেন দেশের বিভিন্ন পত্র-পত্রিকায়। গণিত, জীববিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র বিষয়ে তার রচিত ও সম্পাদিত বারটি বই দেশে ও বিদেশে প্রকাশিত ও সমাদৃত। মুক্তচিন্তায় আস্থাশীল সৌমিত্র স্বপ্ন দেখেন বিজ্ঞান, গণিত ও মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে এমন এক সংস্কারমুক্ত জ্ঞান ভিত্তিক পারস্পরিক সহযোগিতামূলক সমাজ গড়ার, যেখানে সব মানুষ নিজ নিজ ক্ষমতার ইতিবাচক বিকাশের জন্য সমান সুযোগ পাবে। উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : করোনা বৃত্তান্ত, জীবনের গাণিতিক রহস্য, সম্ভবত : গণনাতত্ত্ব ও সম্ভাব্যতার গণিত, বুঝে করি জ্যামিতি,হাতে কলমে বিজ্ঞান, জীব বিজ্ঞানের যত জিজ্ঞাসা প্রভৃতি।