মাহবুব আলম
মাহবুব আলম ১৯৪৪ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিছুদিন অধ্যাপনার পর ১৯৬৮ সালে কূটনৈতিক ক্যাডারে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। গ্রন্থসমূহ : খিড়কি থেকে সিংহদুয়ার, ইতিহাসের কড়চা,অষ্টব্যঞ্জন,বেগমের কূটনৈতিক মিশন ও অন্যান্য, শায়েস্তা খানের শেষ ইচ্ছা ও অন্যান্য, গুপ্তধনের খোঁজে, হারাধনের দশটি ছেলে ও অন্যান্য, দেখা না দেখায় মেশা ইত্যাদি।