আবদুল্লাহ আল আমিন
আবদুল্লাহ আল আমিন জন্ম মেহেরপুর জেলার গাংনী থানার সাহারবাটী গ্রামে, ১ জানুয়ারি ১৯৭৩ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আবদুল্লাহ আল আমিন মূলত প্রাবন্ধিক ও অনুসন্ধিৎসু গবেষক। সমাজ-সংস্কৃতিমনস্ক ও ঐতিহ্যসন্ধানী। তাঁর চর্চা ও অনুসন্ধিৎসার বিষয় গুলি হলো সাহিত্য-ব্যক্তিত্ব, আঞ্চলিক ইতিহাস, লোকধর্ম ও লোকজ সংস্কৃতি। গবেষক হিসেবে কাজ করেছেন বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটিতে। বর্তমানে তিনি মেহেরপুর সরকারি কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগে সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।