Binary file
অশোক দাশগুপ্ত

অশোক দাসগুপ্ত, জন্ম ১৭ জুলাই ঢাকার টিকাটুলিতে। পড়াশুনা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালযয়ে। কাজ করেন গণমাধ্যমে। লেখেন শিশু-কিশোরদের জন্য। এছাড়া সাহিত্যের নানা বিষয় লেখেন ছোট কাগজ ও দৈনিকের সাহিত্য পাতায়। লেখকের কয়েকটি প্রকাশনা : কাব্যগ্রন্থ - অশ্বপাল সম্পর্কিত কিছু কাব্যবোধ, রবিবার বিহীন একটা সপ্তাহ চাই ও একজোড়া কালো বিড়ালের পোষ মানামানি। অনুবাদগ্রন্থ - প্রেম নয়, মৃত্যুই অনিবার্য, অব লাভ অ্যান্ড আদার ডেমনস, ইন ইভিল আওয়ার, নো ওয়ান রাইটস টু দ্য কর্ণেল।