author image
ইউসুফ আল কারজাভি

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল কারজাভি মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। তিনি ১৯২৬ সালের ২৬ সেপ্টেম্বর মিসরের সাফাত তোরাব গ্রামে জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআন হিফজ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন আল-আজহার কারিকুলামে। প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্স, আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গ্রন্থসমূহ : মুমিন জীবনে পরিবার, মুমিন জীবনে সময়, মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য, তাকফির নিয়ে বাড়াবাড়ি, মানুষ : মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য ইত্যাদি।