Binary file
গোলাম সামদানি ডন

গোলাম সামদানি ডন ব্যতিক্রমী একজন উদ্যোক্তা। হতাশ ও পিছিয়ে পড়া তরুণ ও কর্মজীবিদের অনুপ্রেরণামূলক পরামর্শ, প্রশিক্ষণ ও বক্তব্য দিয়ে উৎসাহ দিয়ে চলেছেন। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ‘ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কন্সাল্টেন্সি’। এর চিফ ইন্সস্পিরেশনাল অফিসার হিসেবে তিনি এখন বিভিন্ন কর্পোরেট ও শিক্ষা প্রতিষ্ঠানে পেশাদারী বিষয়ে প্রশিক্ষণ দেন।