author image
যোহা আল হার্থি

যোহা আল হার্থি ১৯৭৮ সালে ওমানে জন্মগ্রহণ করেন। দি ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে ক্লাসিক্যাল আরবি সাহিত্য নিয়ে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের এরাবিক ডিপার্টমেন্টের একজন সহযোগী অধ্যাপক। তার আরবি ভাষায় উপন্যাস সায়্যীদাত আল ক্বামার এর ইংরেজি অনুবাদ সেলেশ্চিয়াল বডিজ ২০১৯ সালের আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার অর্জন করে। গালফ অঞ্চলীয় লেখকদের মাঝে তিনিই প্রথম এই সম্মান পেলেন। গ্রন্থসমূহ : Manamat, Sayyidat al-Qamar, Narinjah, Harir al-Ghazala, সেলেশ্চিয়াল বডিজ ইত্যাদি।