সৈয়দ মনোয়ার আলী
সৈয়দ মনোয়ার আলীর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বসিরহাটে। সাতচল্লিশের দেশভাগের পর পূর্ববঙ্গে চলে আসেন এবং মিয়াপাড়ায় নতুন বসতি গড়ে তোলেন। খুলনা সেন্ট জোসেফস হাই স্কুল থেকে তিনি ১৯৫৯ সালে মেট্রিক পাস করেন। ষাটের দশক জুড়ে খুলনার ছাত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৬৮ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে জুট মিলে চাকরি শুরু করেন এবং ২০০০ সালে অবসর গ্রহণ করেন। শখ বই পড়া ও লেখালেখি করা। গ্রন্থসমূহ : সাতচল্লিশের ভঙ্গভঙ্গ, উদ্বাস্তু সময় এবং আমাদের মিনা পরিবার, ১৯৭১ অবরুদ্ধ দেশে রুদ্ধশ্বাস জীবন ইত্যাদি।