বদরুল আলম খান
জন্ম ১৯৫২ সালে, যশোরে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ এবং মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে পিএইচডি। ছাত্রজীবনে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে শিক্ষকতায় যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন ১৯৮৮ সালে। ১৯৯৪ থেকে অস্ট্রেলিয়ায় অধ্যাপনা করছেন। পড়িয়েছেন ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক। উল্লেখযোগ্য গ্রন্থ—বিশ্বায়ন : ইতিহাস ও গতিধারা; গণতন্ত্রের বিশ্বরূপ ও বাংলাদেশ; সংঘাতময় বাংলাদেশ : অতীত থেকে বর্তমান; মাও সে তুং : চীনের দুঃখ; পুঁজিবাদের সমাজতত্ত্ব (সম্পাদিত); সমাজতত্ত্ব : সংকট ও সম্ভাবনার দেড়শ বছর, সোভিয়েত ইউনিয়ন ভাঙল কেন; কেন পুনরায় মার্কস; ইরান : হোমেনির ইসলামী বিপ্লব ও তারপর। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে তাঁর রুশ-ইউক্রেন যুদ্ধ : সত্য-মিথ্যার লড়াই, উনিশ শতকের রাশিয়া : সেনাবিদ্রোহ থেকে বলশেভিক বিপ্লব।
বদরুল আলম খান এর বই