আকিমুন রহমান
আকিমুন রহমান পিএইচডি করেছেন ড. হুমায়ুন আজাদের তত্ত্বাবধানে, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ। অধ্যাপক আকিমুন রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ (১৯২০-৫০), নিরন্তর পুরুষভাবনা, বাংলা উপন্যাসের নায়কেরা, পুরুষের পৃথিবীতে এক মেয়ে, রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি, সাক্ষী কেবল চৈত্রমাসের দিন, জলের সংসারের এই ভুল বুদবুদ, চুরি ফজিলতনামা বা অপূর্ব কিচ্ছা, চিরকালের এই রূপকথা।