True
Author image

সাদাত হোসাইন

মাদারীপুরের কালকিনিতে জন্ম নেওয়া সাদাত হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর করলেও নিজের স্বপ্নকে বাস্তবতার কাছে বিকিয়ে দেননি। প্রমাণস্বরূপ, তিনি বর্তমানে একাধারে আলোকচিত্রী, লেখক, কবি ও চলচ্চিত্র নির্মাতা। একটি সংবাদপত্রের আলোকচিত্রী হিসেবে যখন তাকে ছবির সাথে গল্প জুড়ে দিতে বলা হয়, তখনই নিজের লেখক সত্ত্বার খোঁজ পান। এই কাজটিকে কেন্দ্র করেই ২০১৩ সালে ‘গল্পছবি’ নামে সাদাত হোসাইন এর বই প্রকাশ পায় প্রথম। অতঃপর লেখা শুরু করেন ছোটগল্প, কবিতা, এমনকি উপন্যাসও। সাদাত হোসাইন এর বইয়ের সংখ্যা ১১টি, যার মাঝে রয়েছে ৬টি উপন্যাস, ২টি ছোটগল্প সমগ্র ও ৩টি কবিতার বই। শব্দের খেলা দিয়ে পাঠকের অনুভূতিকে জাগ্রত করাই হলো তার লেখার বিশেষত্ব। তাই সাদাত হোসাইন এর বই সমূহ এর মাঝে “আরশিনগর” এবং “অন্দরমহল” পাঠকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। একইসাথে তার কবিতার বইগুলোও পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে সাহিত্যের বাজারে ছোটগল্প, উপন্যাস মিলে সাদাত হোসাইন এর বই সমগ্র নানা রূপে পাওয়া যাচ্ছে। তুখোড় এই লেখক তার প্রতিভার প্রমাণ দিয়েছেন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও। প্রথমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে শুরু করলেও ২০১৯ সালে ‘গহীনের গান’ নামক মিউজিক্যাল ফিল্ম পরিচালনার মধ্য দিয়েই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অঙ্গনে তার প্রবেশ। এই স্বপ্নাতুর লেখক তার তীব্র কল্পনাশক্তির সাহায্যে পাঠকের অনুভূতির কাছে পৌঁছাতে চান। তিনি ২০১৬ সালে শ্রেষ্ঠ নির্মাতা পুরস্কার ও জুনিয়র চেম্বার ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ডের পাশাপাশি সাহিত্যে অবদানের জন্য আরো ৪টি পুরস্কার পেয়েছেন।
Filters
x
ক্যাটাগরি