ডারউইনের ডায়েরি
খােলা দরিয়ায় পালতােলা জাহাজে ভেসে চলেছেন এক যুবক। কখনাে সামুদ্রিক ঝড়, কখনাে আদিম নরখাদক জাতির মুখােমুখি, কখনাে বা আবার পৃথিবীতে স্বর্গসম কোনাে রত্নদ্বীপে জাহাজ ভেড়ে তাঁর। পাটাগােনিয়ার মালভূমিতে দুধর্ষ গুচো উপজাতির সঙ্গে ল্যাপাের ফাঁসে গুয়ানাকো শিকার, বেয়ে ওঠা তাহিতির বুকে কাঁপন ধরানাে পাহাড়ের মাথায়, অথবা গ্যালাপাগােসের ভয়াল প্রকৃতির বুকে দানব কাছিম আর ফিঞ্চদের সঙ্গে আলাপচারি চলে তাঁর। আর সেই করতে করতেই ভরে ওঠে তাঁর দিনলিপির খাতা। তারপর একসময়, সমুদ্রযাত্রা শেষ হলে শুরু হল গবেষণা আর জ্ঞানের রাজ্যে আরাে দীর্ঘ, আরাে রােমাঞ্চকর দ্বিতীয় সফর। অবশেষে একদিন সেই দুই সফরের অভিজ্ঞতা মিলে একটি লাল ডায়েরির পাতায় লেখা হল দুটি শব্দ-I think-তার তলায় একটি সশাখ গাছের ষ্টিক ডায়াগ্রাম। সেই লেখা ও ছবির বজ্রনির্ঘোষ সেদিন টলিয়ে দিয়েছিল শক্তিমান শ্বেতাঙ্গ সভ্যতার ঈশ্বরের আসন। ছ'দিনের বিশ্বস্রষ্টাকে সিংহাসনচ্যুত করে এলেন নতুন, অন্ধ ঈশ্বরী-প্রকৃতি। এ বই সেই দুই সফরের মিলিত কাহিনি।
খােলা দরিয়ায় পালতােলা জাহাজে ভেসে চলেছেন এক যুবক। কখনাে সামুদ্রিক ঝড়, কখনাে আদিম নরখাদক জাতির মুখােমুখি, কখনাে বা আবার পৃথিবীতে স্বর্গসম কোনাে রত্নদ্বীপে জাহাজ ভেড়ে তাঁর। পাটাগােনিয়ার মালভূমিতে দুধর্ষ গুচো উপজাতির সঙ্গে ল্যাপাের ফাঁসে গুয়ানাকো শিকার, বেয়ে ওঠা তাহিতির বুকে কাঁপন ধরানাে পাহাড়ের মাথায়, অথবা গ্যালাপাগােসের ভয়াল প্রকৃতির বুকে দানব কাছিম আর ফিঞ্চদের সঙ্গে আলাপচারি চলে তাঁর। আর সেই করতে করতেই ভরে ওঠে তাঁর দিনলিপির খাতা। তারপর একসময়, সমুদ্রযাত্রা শেষ হলে শুরু হল গবেষণা আর জ্ঞানের রাজ্যে আরাে দীর্ঘ, আরাে রােমাঞ্চকর দ্বিতীয় সফর। অবশেষে একদিন সেই দুই সফরের অভিজ্ঞতা মিলে একটি লাল ডায়েরির পাতায় লেখা হল দুটি শব্দ-I think-তার তলায় একটি সশাখ গাছের ষ্টিক ডায়াগ্রাম। সেই লেখা ও ছবির বজ্রনির্ঘোষ সেদিন টলিয়ে দিয়েছিল শক্তিমান শ্বেতাঙ্গ সভ্যতার ঈশ্বরের আসন। ছ'দিনের বিশ্বস্রষ্টাকে সিংহাসনচ্যুত করে এলেন নতুন, অন্ধ ঈশ্বরী-প্রকৃতি। এ বই সেই দুই সফরের মিলিত কাহিনি।
| Writer | |
| Publisher | |
| ISBN | 9788195085286 | 
| Language | Bengali / বাংলা | 
| Country | Bangladesh | 
| Format | Paperback | 
| Pages | 253 | 

