Filters


দ্য চেরী আর্চার্ড

দ্য চেরি অরচার্ড (রুশ: Вишнёвый сад, প্রতিবর্ণী. ইংরেজি: The Cherry Orchard) হল রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত শেষ নাটক। এটি ১৯০৩ সালের রচিত হয় ও ১৯০৪ সালে প্রথম প্রকাশিত হয়,[১] এবং এই বছরের শেষভাগে এ. এফ. মার্কস পাবলিশার্স থেকে পৃথক সংস্করণ প্রকাশিত হয়।[২] ১৯০৪ সালের ১৭ই জানুয়ারি কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির নির্দেশনায় মস্কো আর্ট থিয়েটারে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। চেখভ এই নাটকটিকে কিছু প্রহসন সম্বলিত হাস্যরসাত্মক নাটক বলে বর্ণনা করেন, তবে স্তানিস্লাভ্‌স্কি একে বিয়োগান্ত নাটকের মত মঞ্চস্থ করেন। প্রথম মঞ্চায়নের পর থেকে নির্দেশকগণ এর দ্বৈত প্রকৃতি নিয়ে মতবিরোধে জড়ান। এই নাটকটিকে দ্য সিগাল, আঙ্কল ভানিয়া ও থ্রি সিস্টার্স নাটকগুলোর পাশাপাশি চেখভের অন্যতম সেরা চারটি নাটকের একটি বলে বিবেচনা করা হয়।


Books by the Author