True
Author image

অম্লান দত্ত

অধ্যাপক অম্লান দত্ত ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও অধ্যাপক। তিনি ১৭ জুন, ১৯২৪ সালে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার বাগিচাগাঁও এ জন্মগ্রহণ করেন। পিতা অশ্বিনীকুমার দত্ত ও মাতা সুনীতিবালা দেবী। স্কুলের পড়াশোনা কুমিল্লার ঈশ্বর পাঠশালায়। কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে আই.এ এবং অর্থনীতিতে স্নাতক হন এবং পরে ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অম্লান দত্ত ১৯৪৭ সালে কলকাতার আশুতোষ কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন । পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হন। ১৯৮০-১৯৮৪ তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ১৮ ফেব্রুয়ারি, ২০১০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : For Democracy, The Third Movement, Transitional Puzzles, For A Quiet Revolution, The Gandhian Way, গণতন্ত্র ও গণযুগ, তিন দিগন্ত, ব্যক্তি, যুক্তি, সমাজ, গান্ধী ও রবীন্দ্রনাথ, দ্বন্দ্ব ও উত্তরণ, শান্তির সপক্ষে, বিকল্প সমাজের সন্ধানে, অন্য এক বিপ্লব, মুক্তি তোরে পেতেই হবে, প্রবন্ধ সংগ্রহ, যে কথা বলিতে চাই প্রভৃতি
Filters
x
ক্যাটাগরি