True
Author image

ফকির আলমগীর

ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৌ. হাচেন উদ্দিন ফকির ও মা বেগম হাবিবুন্নেসা। তিনি কালামৃধা গােবিন্দ হাই স্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। জগন্নাথ কলেজ থেকে স্নাতক ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যােগ দেন। তিনি একুশে পদক, ভাসানী পদক, সিকোয়েন্স সম্মাননা পদক লাভ করেন। ২৩ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে ৭১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। গ্রন্থসমূহ : গণসঙ্গীত ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুরা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, পপ গানের সেকাল একাল, সুরমা নদীর গাংচিল ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি