True
Author image

আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন

অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান, এম.এ. এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, কলা অনুষদের ডিন, সিনেট সদস্য ছিলেন। গবেষক, প্রাবন্ধিক এবং গ্রন্থ প্রণেতা ড. আবু মো. দেলোয়ার হোসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রোটারি ক্লাব সম্মাননা ২০০৮ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪' লাভ করেন। তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩৫টি এবং দেশ-বিদেশে প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা ৫৫টি। গ্রন্থসমূহ : ভাবনায় মুক্তিযুদ্ধ চেতনায় মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ও ধর্মনিরপেক্ষতা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি