True
Author image

মোঃ আদনান আরিফ সালিম

ড. মো: আদনান আরিফ সালিম ১৯৮৯ সালের ১লা নভেম্বর কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস পাবনা জেলার পাকশী রূপপুর গ্রামে। পিতা আরিফ জুবায়ের, মা সেলিনা সুলতানা। পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুল থেকে মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ করে ২০০৭ সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাংলার শিল্পকলা ও অর্থনৈতিক জীবনের উপর গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। গ্রন্থসমূহ : ইতিহাসচর্চায় ভূগোল, জেরুজালেম, শের শাহ, গুপ্তগোষ্ঠী ফ্রিম্যাসনারি’র কথা, ফ্রিম্যাসনারি, গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি, ক্লাইভ, পিরামিড, হালাকু খান ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি