True

 

পাঠ প্রতিক্রিয়া : গ্রাফিতিও প্রশ্ন করে

বাতিঘর থেকে সদ্য প্রকাশিত হয়েছে সুহান রিজওয়ানের বই  গ্রাফিতিও প্রশ্ন করে। বইটির কাহিনি আবর্তিত হয় তমসাময় এক ভবিষ্যৎকে নিয়ে। অশুভ এক কর্তৃপক্ষ সেখানে মুছে দিতে চাইছে ইতিহাস। দেয়াল উঠছে বিচ্ছিন্নতার, স্মৃতি হারিয়ে যাচ্ছে মানুষের, তেজস্ক্রিয়তায় উবে যাচ্ছে সমস্ত কিছু। দুনিয়া-বিচ্ছিন্ন ওই জনপদে তবু আইন অমান্য করে দেয়ালে গ্রাফিতি এঁকে যাচ্ছে কেউ। 

বইটির পাঠ প্রতিক্রিয়া লিখেছেন মাহমুদুর রহমান। 

Clarico-Full Image

 

'আপনাকে বলছি স্যার : বারবারিয়ানা স্কুল থেকে' বইটির পাঠ প্রতিক্রিয়া
শেখ বিবি কাউসার