True
Author image

এ কে আব্দুল মোমেন

আবুল কালাম আব্দুল মোমেন বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ। তিনি ১৯৪৭ সালের ২৩শে আগস্ট বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু আহমদ আব্দুল হাফিজ ও মাতা সৈয়দা শাহার বানু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে বি.এ এবং ১৯৭১ সালে উন্নয়ন অর্থনীতিতে এম.এ অর্জন করেন। এরপর ১৯৭৯ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়, বোস্টন, ম্যাসাচুসেটস থেকে ১৯৮৮ সালে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। আগস্ট ২০০৯ থেকে অক্টোবর ২০১৫ পর্যন্ত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সিলেট-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পালন করছেন। গ্রন্থসমূহ : ভাষণসমগ্র ১৯৫৫-১৯৭৫, আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু, বাংলাদেশ উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি