True
Author image

নওয়াজেশ আহমদ

আহমদ, নওয়াজেশ (১৯৩৫-২০০৯) উদ্ভিদ জিনতত্ত্ব বিজ্ঞানী, আলোকচিত্রী। ১৯৭৯ সাল থেকে নওয়াজেশ আহমদ এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কৃষি উপদেষ্টা হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘকাল পরামর্শকের দায়িত্ব পালন করেন। তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেক্সনোলজিতে ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন। লেখক হিসেবে নওয়াজেশ আহমদ কৃষি বিষয়ে অসামান্য অবদান রেখেছেন। ১৯৭৫ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ Development of Agriculture of Bangladesh কৃষি বিষয়ে তাঁর ব্যাপক গবেষণার ফসল এবং বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি দিগনির্দেশক গ্রন্থ। এ গ্রন্থ এবং কৃষি বিষয়ে তাঁর ব্যাপক গবেষণার স্বীকৃতিস্বরূপ ১৯৭৮ সালে তাঁকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রদান করা হয়। তাঁর অপর কয়েকটি গ্রন্থ বন-বনানী (১৯৯১), মহাবনস্পতির পদাবলী, আহত কোকিল। তাঁর কৃষি বিষয়ক গবেষণা নিবন্ধ ছাড়াও পত্রপত্রিকায় প্রকৃতি, গাছগাছালী ও ফুল ফলসহ বিভিন্ন বিষয়ে বহুসংখ্যক সচিত্র নিবন্ধ প্রকাশিত হয়। নওয়াজেশ আহমদ ২০০৩ সালে প্রকাশিত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া’য় কনসাল্টিং এডিটর ছিলেন।
Filters
x
ক্যাটাগরি